
Cash On Delivery
7 days happy return
Delivery Charge in Dhaka ৳ 50
Delivery Charge Outside Dhaka ৳ 100
Purchase & Earn
মেজাজে, আঙ্গিকে ও বিষয়ের দিক থেকে প্রতিটি বই-ই বৈচিত্র্যময়। ফরহাদ খানের প্রতিটি বইতেই মেধা, শ্রম ও মণীষার দীপ্তির ঝলক দেখতে পাওয়া যায়। মনন ও রসের সমারোহও কম নয়। চিত্র ও বিচিত্র গ্রন্থটিতে একাধারে বিচিত্র তথ্য ও বিষয়ের অবতারণা করা হয়েছে। বর্ণনাভঙ্গি সিরিয়াস নয়, লঘু। এ ধরনের লঘু চালের পরিহাসপ্রিয়তার সঙ্গে সূক্ষ্ম রসবোধের এমন মিলন আজকাল তেমন আর দেখি না। যাঁরা তথ্যপিপাসু এবং সেই সঙ্গে গদ্যপাঠের বিমল আনন্দলাভে উৎসুক, আমি তাঁদেরকে এই বইটি হাতের কাছে রাখার পরামর্শ দেব। ঘুম, হাঁচি-রহস্য, অসুখ বি-সুখ, দেহ-ভাষা, দেহনদীর জোয়ার-ভাটা- এ-সব নিয়েই তো আমাদের নিত্যদিনের ঘর-গেরস্তালি। আর এ-সবই চিত্র ও বিচিত্র বইটির বিষয়-আশয়। আরো আছে। বিশ্ব ও বিশ্বসুন্দরী, বিমানের আসন ও বিমানবালা, একচক্ষু মানুষের কথা- এ-সব রচনা জানাশোনার পরিধি আর আয়তন বাড়াতে উস্কানি দেবে- আর সেই সঙ্গে উপরি পাওনা, ফরহাদ খানের রচনাশৈলীর জন্য গদ্যপাঠের আনন্দদায়ক অভিজ্ঞতা। এছাড়া ছাতাকাহিনি, রাসপুটিন, পোষা-মর্যাদা ও কতিপয় স্বাদ-আহ্লাদ-এর স্বাদই আলাদা।
বেতার ও টেলিভিশন ব্যক্তিত্ব সুদর্শন ফরহাদ খানের হাজারো বিষয় জানার আগ্রহ আর পড়াশোনার এলাকা, সাহিত্যরুচি ও রসবোধ, পরিমিতিবোধ ও কাণ্ডজ্ঞান আমার অত্যন্ত পছন্দ। তাঁর চিত্র ও বিচিত্র বইটি যিনি পড়বেন- টের পাবেন আমি মোটেও বাড়িয়ে বলিনি।
-আসাদ চৌধুরী