ঝুমঝুমি কি বেঁচে আছে? বইয়ের অংশঃ
মেডিকেল অফিসার হিসেবে ভুবন নগর স্বাস্থ্য কেন্দ্রে মাত্রই যোগ দিয়েছে লায়লা। কিছু দিনের ভেতরেই লায়লা বুঝতে পারলো যে স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে চলছে সীমাহীন দুর্নীতি আর অনিয়ম। এসব নিয়ে খোঁজ করতে গিয়ে অফিসের বড় কর্মকর্তাদের বিরাগভাজন হলো সে। জানতে পারলো ঝুমঝুমি নামের একজন মেডিকেল অফিসার এসবের প্রতিবাদ করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। এর মাঝে একদিন ভুবন নগরে আর ঝিনাইদহের কাছে একই সময় ভূপাতিত হলো দুটো যুদ্ধ বিমান। ঘটনার তদন্তে ভুবন নগর এলো গোয়েন্দা ইন্সপেক্টর লাবণি। একের পর এক বেরিয়ে আসতে থাকলো চাঞ্চল্যকর তথ্য। শর্ষে থেকে বেরিয়ে এলো ভুত, কেঁচো খঁড়তে বেরিয়ে এলো ভয়ংকর সাপ।
এই ধরনের অন্যান্য বই দেখুন “প্রি-অর্ডারের বই” এবং আমাদের নতুন সব আপডেট পেতে তাম্রলিপি ফেসবুক পেজে ফলো করতে পারেন।